• Hi Tech Polytechnic Institute - Slide
  • Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide

মেনু নির্বাচন করুন

প্রতিষ্ঠাতা মহেোদয়:


আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ 
বিসমিল্লাহির রাহমানির রাহিম 
সম্মানিত সুধী!
ইসলাম, দেশ ও জাতির খেদমতের এক মহান ব্রত নিয়ে একদল কর্তব্যনিষ্ঠ শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকায় এই মহৎ উদ্যোগের সূচনা। আমরা চাই আপনার সন্তান দেশের শ্রেষ্ঠ সন্তানদের পাশে দাঁড়ানোর যাবতীয় যোগ্যতা অর্জনের মাধ্যমে আপনার হৃদয়ে অঙ্কুরিত স্বপ্নের বাস্তবায়ন। সে কারণে প্রতিষ্ঠানকে সর্বোচ্চ মানে অধিষ্ঠিত করতে আমাদের নিরবিচ্ছন্ন প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইন-শা আল্লাহ।
পাশাপাশি পরকালীন নাজাত পাওয়ার লক্ষ্যে শিক্ষা বঞ্চিত এতিম, মিসকিন ও দুস্থ শিশু গুলোকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি অপরাধ মুক্ত নববী আদর্শে সমাজ গঠনে অবদান রেখে আল্লাহ ও তাঁর রাসূল স.-র সন্তুষ্টি অর্জন করতে আমরা বদ্ধপরিকর।
আমরা আশা রাখি আমাদের এই উদ্যোগ সফল হলে এর দ্বারা ইসলামের যেমন উপকার হবে তেমনি মুসলিম উম্মাহ তাদের ক্রান্তিকাল অতিক্রম করার সাহস ও হিম্মত পাবে। আমাদের এই উদ্যোগ একার দ্বারা বাস্তবায়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সার্বজনীন সহযোগিতা ও মঙ্গল কামনা। তাই আমরা সর্বস্তরের আলেম, বুদ্ধিজীবি ও সূধী সমাজের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা একান্তই কামনা করছি।
নিশ্চয় আমাদের সাথে থাকলে আপনার ও আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির সমন্বয় ঘটবে। ইনশা আল্লাহ!